পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩১ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় জেলা যুবলীগকে দায়ী করেছে বিএনপি।
গতকাল বুধবার (০২ নভেম্বর) রাতে যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ করে দলটি। হামলাকালে বিএনপি অফিসের মধ্যে থাকা চেয়ারসহ অনান্য সামগ্রী রাস্তায় নামিয়ে তা ভেঙ্গে ফেলা হয়। এদিকে হামলার পুরো ঘটনার সময় বিএনপি ও ছাত্রদলের নেতামকর্মীরা ফেইসবুকে লাইভ করেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিওটি ভাইরাল হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন জানান, আগামী ৫ নভেম্বর বরিশালের মহা সমাবেশ বানচাল করতেই পরিকল্পিতভাবে জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করা হয়। এ সময় অফিসে থাকা ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এর আগে শহরের স্বনির্ভর সড়কে জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক কর্যালয়েও হামলা চালানো হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে হামলার পর পরই বিএনপি ও এর অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। প্রতিবাদ মিছিল থেকে দ্রুত এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। প্রতিবাদ মিছিলে জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, জেলা বিএনপি সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপলু খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সাথে যেই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবে না।