২০ নভেম্বর সিলেটবাসী অবৈধ সরকারকে হলুদ কার্ড দেখাবে : খন্দকার মুক্তাদির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪৭ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিশিরাতের অবৈধ আওয়ামী সরকারকে আগামী ২০ নভেম্বর সিলেটবাসী হলুদ কার্ড দেখানোর জন্য প্রস্তুত। অবৈধ সরকারের সকল প্রতিবন্ধকতা, ভয়ভীতি ও মামলা হামলা উপেক্ষা করে ঐ দিন আলিয়া মাদ্রাসা সহ পুরো নগরী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিকামী সাধারণ মানুষের দখলে থাকবে ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০ নভেম্বরের সমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের অগ্রনী ভূমিকা পালনের জন্য তিনি আহবান জানান।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২০ নভেম্বর সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফলের লক্ষে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক উসমান হারুন পনির। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ও নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেক দলের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খছরু, মইন উদ্দিন সোহেল, নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ১ম যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, সায়াদ আহমদ সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, দেলোওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, এমদাদ বক্স, কাওসান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, সদস্য আব্দুল জলিল, ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, আব্দুস সামাদ আজাদ সাহেদ, হাসান হাফিজুর রহমান টিপু, খন্দকার মনিরুজ্জামান মনির, সৈয়দ ওয়ালিদ আহমদ বিলাস, আলতাফ হোসেন টিটু, সালেক আহমদ, হাবিবুর রহমান, খন্দকার ফয়েজ আহমদ, রুমেল আহমদ রুশন, সাইদ মাহমুদ ওদুদ, শহিদুল হক চৌধুরী, শিমুল আহমদ, হাবিবুর রহমান মিন্টু, মোঃ আশিক মিয়া, আমজাদ হোসেন, প্রভাষক মাকসুদ আলম, মোঃ আক্তার মিয়া, সাহিদুল ইসলাম চৌধুরী লাহিন, সাইফুল আলম কোরেশি, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েস আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বেলাল আহমদ, মিছবা আহমদ জেহিন, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, মেহেদী হাসান শপু, শফিকুল ইসলাম, বিমল দেব, রায়হান আহমদ, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সুলেমান খাঁ, গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, নুরুল হক মাছুম, সুহেল আহমদ, শামীম আহমদ চৌধুরী, সাফোয়ান আলম কোরেশী, সুবহান আজাদ, সালা উদ্দিন, কাউছার হোসেন রকি।
উপজেলা, পৌর ও ওয়ার্ড স্বেচ্ছাসেক দলের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সদর উপজেলা উপজেলা আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস্য সচিব নুরুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আহবায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব তপু আহমদ খান, কোম্পানীগঞ্জ উপজেলা এড. আলা উদ্দিন, সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, জৈন্তাপুর উপজেলা আহবায়ক মোঃ শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, কানাইঘাট উপজেলা আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুর রশিদ আমিন, জকিগঞ্জ উপজেলা আহবায়ক শামসুল ইসলাম লেইছ, গোলাপগঞ্জ উপজেলা আহবায়ক মওদুদুল হক সুমন, বালাগঞ্জ উপজেলা আহবায়ক দেলেয়ার হোসেন মুকিত, জকিগঞ্জ পৌরসভার আহবায়ক সাহেদুজ্জামান সাহেদ, সদস্য সচিব আব্দুস সালাম, বিশ^নাথ পৌরসভার সদস্য সচিব দুলাল আহমদ, কানাইঘাট পৌরসভার আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব রিয়াজ আহমদ।
মহানগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের আহবায়ক সুলতান বক্স মনসুর, ৪নং ওয়ার্ডের আহবায়ক তানিমুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত আহবায়ক সোলেমান আহমদ চমন, ৩নং ওয়ার্ডের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ১০নং ওয়ার্ডের আহবায়ক পারভেজ আহমদ, ১১নং ওয়ার্ডের আহবায়ক শেখ লিমনুজ্জামান, ৮নং ওয়ার্ডের আহবায়ক তাজ উদ্দিন তারেক, ২৪নং ওয়ার্ডের আহবায়ক ইয়াছিন হোসাইন জয়, ১নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মোঃ শাহনুর, ৯নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জুবায়ের আহমদ, সামছু, ৩নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক রাশেদ তালুকদার, ১নং ওয়ার্ডের সদস্য সচিব গুলশান উদ্দিন, ২নং ওয়ার্ডের সদস্য সচিব শেখ রিপন, ৬নং ওয়ার্ডের সদস্য সচিব রবিন হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য সচিব লায়েক আহমদ, ২৭নং ওয়ার্ডের সদস্য সচিব জীবন আহমদ বাদশা, ২২নং ওয়ার্ডের সদস্য সচিব মারুফ আহমদ অনিক, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল আলীম তালুকদার প্রমুখ।