আগামীকাল সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৭ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:১৮ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামীকাল অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ৩য় মৃত্যুবার্ষিকী।
মুক্তিযুদ্ধ, গণদাবী নিয়ে রাজপথে আন্দোলন এবং রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে থেকে দেশ গঠন, সকল ক্ষেত্রে সফল একজন মানুষ মরহুম সাদেক হোসেন খোকা।
আগামীকাল ০৪ নভেম্বর শুক্রবার তাঁর ৩য় মৃত্যুবার্ষিকী। মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থেকে সকলকে কাঁদিয়ে ২০২০ সালের ৪ঠা নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কর্মবীর।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৪ নভেম্বর সকাল ১০-৩০ টায় রাজধানীর জুরাইন কবরস্থানে কবর জিয়ারত এবং বাদ আসর গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের পুত্র বিএনপি নেতা জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা সহ তাঁর স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।