ফরিদপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে কৃষক দলের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৯ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার কৃষক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল এস এম ফয়সাল (অব:),ও খন্দকার নাসিরুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিররিয়া স্বপন,মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী ,সদস্য সচিব গোলাম মোস্তাফা মিরাজ, প্রমুখ।
বক্তাগণ ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন কৃষক দল নেতা এ্যাডভোটেক মামুন অর রশিদ মামুন।