খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:২৩ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে শহরের কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে এসব মিথ্যা মামলায় পরোয়ানা দেওয়া সরকারের শেষ সময়ের নগ্ন নজির। তারা এখন দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতে এ পরোয়ানা জারি করে মানুষকে আন্দোলন থেকে ফেরাতে চায়। নিজেদের অবৈধ গদি রক্ষায় এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাগর নোমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সেলিম খাঁন ও সাংগঠনিক সম্পাদক হৃদয় নূর প্রমুখ নেতৃবৃন্দ।