ঝিনাইদহে মশিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৭ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সদ্য প্রয়াত ঝিনাইদহ জেলা বিএনপি'র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে ঝিনাইদহ সদর থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, এনামুল কবির মুকুল, শহীদ বিশ্বাস, আবু বক্কর বিশ্বাস, আলাউদ্দিন আল মামুন, বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
স্মরণসভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ছিলেন দল ও জেলার মানুষের জন্য নিবেদিত প্রাণ। তার এই আকস্মিক মৃত্যুতে দলের যে অপুরনীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব নয়। তিনি ঝিনাইদহের যে উন্নয়ন করেছেন তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। স্মরণসভা থেকে প্রয়াত মসিউর রহমানে আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।