৫ নভেম্বরের গণসমাবেশ সফল করতে বরিশালে বিএনপির সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৮ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:২৮ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য গতকাল দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ভন্ডুল করার জন্য ক্ষমতাসীন দল বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইতিমধ্যে মানুষ যেন আসতে না পারে সে জন্য জেলা বাস মালিকদের দিয়ে ধর্মঘট ডেকেছে। বিভিন্ন এলাকায় প্রচারে বাধা দিচ্ছে, হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত ও পুলিশ দিয়ে গ্রেফতার করছে। কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। এবার বরিশালের গণসমাবেশ হবে সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ।
তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, গ্রেফতার ও হয়রানি বন্ধের আহবান জানান।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার কয়েম করে অবাধ নির্বাচন ও জনগণের হারানো অবাধ ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।
তিনি আরো বলেন, বরিশাল বিভাগ তথা দক্ষিণ বাংলার জনগণকে উদাত্ত আহ্বান জানাই, দ্বীপজেলা ভোলা থেকে শহীদ নূর আলম ও রহিমের রক্ত দিয়ে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতনের যে আন্দোলন আপনারা শুরু করেছেন, তা ৫ নভেম্বর গণসমাবেশ ও রাজধানী ঢাকার মহাসমাবেশর মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি দান করুন। এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার কায়েম করে অবাধ নির্বাচন ও হারানো ভোটাধিকার আদায় করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার আদায়ের এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত এদেশের শান্তিকামী জনতার সাথে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে বর্তমান গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ফিরিয়ে আনব জনগণের নির্বিঘ্ন ও নিরাপদ ভোটের অধিকার। মুক্ত করব আমাদের প্রাণপ্রিয় মাতা ‘মাদার অব ডেমোক্রাসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। দেশে ফিরিয়ে আনব চলমান আন্দোলনে আমাদের পথপ্রদর্শক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে।
বরিশালের বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, অন্য জায়গার মতো বরিশালেও সকল বাধা-বিপত্তি করে বেলস পার্কে সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হবে। আজ দেশের অর্থনীতি বিপর্যস্ত, নেই আইনের শাসন, নেই মানবাধিকার। জনগণ ভোট দিতে পারে না, ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আজ এ জন্যই এ সমাবেশের নাম দেয়া হয়েছে গণসমাবেশ। এটা বিএনপির জনসভা নয়, এটা বিএনপি এবং সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে গণসমাবেশ, যা মহাসমুদ্রে রূপান্তরিত হবে। যেখানে অংশ নিতে মানুষ বিভাগের বিভিন্ন জায়গা থেকে বরিশাল শহরে অবস্থান নেয়া শুরু করেছে। সবার সহযোগিতায় মহাসমাবেশ সফল হবে এবং ৫ নভেম্বর বরিশাল হবে জনগণের শহর।
সংবাদ সম্মেলনে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, রংপুর, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রামের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই মহাসমাবেশগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সরকারি দল এবং প্রশাসন যৌথভাবে নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত ছিল এবং থাকে। তবে সেসব অপতৎপরতা মোকাবিলা করেই এক-একটি বিভাগীয় মহাসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। বরিশালের এই সমাবেশ প্রস্তুতি করতে গিয়ে ইতিমধ্যেই আমরা বেশকিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যার মধ্যে অন্যতম হচ্ছে পরিবহন মালিক সমিতির নাম ব্যবহার করে কোনো না কোনো কৌশল করে ৪ ও ৫ নভেম্বর একটা ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে। যা নিয়ে সরকারি দলের সাধারণ সম্পাদক আকার-ইঙ্গিতে বলেছেন, যাতে আমরা বুঝতে পেরেছি মহাসমাবেশের জনসমাগম ঠেকানোর জন্য এ কৌশল ব্যবহার করা হচ্ছে। এছাড়া এরই মধ্যে বরিশাল, উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। গৌরনদী-আগৈলঝাড়ার অবস্থাও অত্যন্ত ভয়াবহ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাভোকেট বিলকিস জাহান শিরীন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মরিুজ্জামান ফারুক, সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রচার-প্রচারণা আহ্বায়ক এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, অ্যাড আবুল কালাম শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।