ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাকিল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৪ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৩ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল (৪৫) গ্রেফতার হয়েছে।
আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ অক্টোবর বিএনপির ময়মনসিংহ বিভাগীয় গনসমাবেশের দিন নগরীর রেলওয়ে স্টেশন এলাকায় সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়েছে।
তবে মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু বলেন, ওই মামলার এজাহারে শাকিলের নাম নেই। অবিলম্বে যুবনেতা শাকিলের মুক্তি দাবি করছি।
যুবদল নেতাকর্মীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা: যুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বাসায় ফিরছিলেন শাকিল।
এ সময় নতুন বাজার মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংর্ঘষের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা'সহ কয়েকজন পুলিশ সদস্য হয়।