যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের যুব সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৭ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুব দলের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০২ নভেম্বর) দুপুর থেকেই যুবদলের এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় মিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় মিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু্র আসার কথা থাকলেও অনিবার্যকারণবশত তিনি আসতে পারেন নি বলে জানা গেছে।
এদিকে বুধবার সকাল থেকেই জেলার সাতটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মী সমাবেশস্থলে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন।
বিভিন্ন উপজেলা নেতা কর্মীদের সাথে কথা বললে তারা জানিয়েছে, বিভিন্ন উপজেলা থেকে ১০-১৫ টি বড় বাস গাড়ি নিয়ে আসার সময় রাস্তায় পুলিশ বাধা দিয়ে গাড়ি আটকিয়ে রাখে, পরে নেতা কর্মীদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয় ও নেতা কর্মীদের হতে দুপুরের খাবার ছিল খাবারও কেড়ে নেয় পুলিশ। পুলিশের এমন আচরণ দেখে কেউ কেউ আবার সম্মিলিতভাবে জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান দিচ্ছেন।
পুলিশের বাধা অপেক্ষা না করে পায়ে হেঁটে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদল এই সমাবেশের আয়োজনে যোগ দিয়েছেন তারা।
তারা আরও বলেন, পায়ে হেঁটে, ত্যাগ স্বীকার করেছি বলে আজ সমাবেশে লাখ মানুষের সমাগম হয়েছে তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
দুপুর ১টার দিকেই শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান। মৌলভীবাজার জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা যুবদল, উপজেলা যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।