মামলা দিয়ে তারেক রহমানের দেশে আসাকে রুদ্ধ করা যাবে না : দিপ্তী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৪৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেছেন, আজকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন। এই সরকারের পতন ঠেকিয়ে রাখা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঠিকই বাংলাদেশে ফিরে আসবেন। তার দেশে আসাকে রুদ্ধ করা যাবে না। এদেশের লাখো কোটি মানুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন। এবং এই অবৈধ সরকারকে এদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করবেন।
তিনি বলেন, বর্তমান সরকার জোর করে এদেশে ক্ষমতা থাকার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। আদালতের উপর বন্দুক রেখে আজকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মহানগর বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানার বাতিল করারও দাবি জানান।
আজ বুধবার (০২ নভেম্বর) বিকেলে তিনি নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
নগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন এর পরিচালনায় সমাবেশে শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা প্রধান করে। পরে নাসিমন ভবন চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজজুল হক সুমন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ হেলাল যুগ্ন-সম্পাদক সেলিম উদ্দিন রাসেল সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ-সাধারন সম্পাদক আসাদুর রহমান টিপু, শাহজালাল পলাশ, রাসেল নিজাম সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সহ- সম্পাদক মো:শাহেদুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, আলাহ উদ্দিন, সালাহ উদ্দিন, মিজানুর রহমান বাবুল, হোসেন উছজামান, ইদ্রিস আলম, হাসান মনসুর,মিজানুর রহমান দুলাল, সদস্য শাখাওয়াত হোসেন টিপু, শাখাওয়াত কবির সুমন, থানা-আহবায়ক- বজল আহমদ, শফিউর আজম, ইসমাইল হোসেন লেদু, থানার সদস্য সচিব মোহাম্মদ মুসা, মোহাম্মদ হাসান, তাজ উদ্দিন, শওকত খান রাজু, মোহাম্মদ সরোয়ার আবদুল জলিল, নুর খান, মোরশেদ কামাল, খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ ইউসুফ আলি লিটন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নবি ওয়ার্ড যুবদলের মোহাম্মদ ইস্কান্দর, জহিরুল ইসলাম জহির, বাদশা আলমগির, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ টিপু, মোহাম্মদ মিজান, মুরাদ প্রমুখ।