তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৮ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:০৫ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে নগরীর চাষাঢ়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রনি বলেন, যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে সারাদেশে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে, ঠিক সেই মূহুর্তে আমাদের সাংগঠনিক অভিবাবক আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মীনি ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যারা একটু রাজনীতিতে জনপ্রিয় হয়ে থাকে তাদের বিরুদ্ধেই এই সরকারের পেটুয়া বহীনি দিয়ে নির্যাতন শুরু হয়।
গোলাম ফারুক খোকন বলেন, আমরা একটাই শপথ নিতে চাই। যতক্ষণ এ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার না করা হবে। ততক্ষণ যুবদলের নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না। তারেক রহমানকে ভয় পায়। এ ভয়ের কারনেই তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিচ্ছে।
এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহন করেন।