পুলিশের বাঁধায় খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:০১ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সাম্প্রতিককালে বেশ কয়েকটি কর্মসূচী পুরো শহর জুড়ে পালন করলের খাগড়াছড়িতে হঠাৎ করে আবার পুলিশের বাঁধার মুখে পড়েছে বিএনপির কর্মসূচী। এ কারণে খাগড়াছড়িতে পুলিশের বাঁধা উপেক্ষা বিক্ষোভ-সমাবেশ করতে হয়েছে জাতীয়তাবাদী জেলা যুবদলকে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে জেলা শহরের মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক এলাকায় পৌছলে পুলিশের বাঁধার মুখে সেখানে সমাবেশ করে।
সমাবেশ থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদে গ্রেফতারী পরোয়ানাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবী করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশে বিরাজনীতিকরণ অবস্থা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজনীতির সাথে জড়িত নয়, সরকারের প্রতিহিংসার কারণে তাকেও মামলা দিয়ে হয়রানী করছে। বিরোধী দলকে দমন করার জন্য মামলাটাকে আওয়ামী লীগ অস্ত্র হিসেবে নিয়েছে।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে, অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সহ-সভাপতি আমির খান ঝিনুক, যুগ্ম-সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম সহ জেলা বিএনপি, অঙ্গ ও সংঠনের প্রমুখ নেতৃবৃন্দ।