তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে প্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি প্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিট।
সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মীর নাসির হোসেন, সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, শাহজাদা, মোক্তার কবির খান, নাসরিন আক্তার, মোহাম্মদ আলী, মোর্শেদ আল মামুন লিটন, কামরুজ্জামান মামুন, শফিউল আলম মাহমুদ, শামিমা দীপ্তি, মাহবুবুর রহামন খাব, গাজী তৌহিদুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, রতন, সৈয়দ ইজাজ কবর, শেখ শিমুল, মু: কাইয়ুম, সাগর হোসেন প্রমূখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানের নামে আদালতের ফরমায়েশি গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সুপ্রিমকোর্টের আইনজীবীরা।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে এরূপ অপতৎপরতা রুখে দেবে দেশের জনগন। দেশে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন মানবাধিকার নেই। এসব অধিকার পুনরোদ্ধারে সরকারে পতন নিশ্চিতে আইনজীবী সমাজসহ দেশবাসীকে চলমান লড়াইয়ে শামিল হতে আহ্বান জানান আইনজীবী নেতৃবৃন্দ। জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন স্বৈরাচারী সরকার অতীতে টিকে থাকতে পারেনি। বর্তমান ভোটারবিহীন স্বৈরাচারী সরকারও টিকে থাকতে পারবে না বলে হুসিয়ারি উচ্চারণ করেন আইনজীবী নেতৃবৃন্দ।