মহাসচিবের শোক
শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি কাজী খান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১২ এএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৭ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মো. কাজী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাঁর মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার (০১ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ৫২বছর।
অ্যাডভোকেট কাজী খান শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকায় গ্রামের মৃত ইমাম উদ্দিন বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সভাপতি’র দায়িত্ব পালন করছিলেন।
শ্রীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে স্বজনরা তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
কাজী খানের জানাযা বুধবার (২ নভেম্বর) বাদ আছর শ্রীপুর পৌর এলাকায় বেড়াইদেরচালায় বাবার বাড়িতে ও বাদ যোহর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট কাজী খানের মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তাঁর মৃত্যুতে পরিবারবর্গ ও নিকট জনদের ন্যায় তিনিও গভীর ভাবে সমব্যাথী। তিনি মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
তাঁর মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী।