বগুড়া জেলা বিএনপির সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪২ এএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৪ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে বগুড়া জেলা বিএনপির সম্মেলন।
আজ বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া শহীদ টিটু মিলায়েতন এ আনুষ্ঠানিক ভাবে এই সম্মেলন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম, সদস্য সচিব মোশারফ হোসেন এমপি, এমপি গোলাম মুহাম্মদ সিরাজ, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. একেএম মাহবুবুর রহমান, চেয়ারপার্সন উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্ভোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু।
এসময় জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন বগুড়ার কৃতিসন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।