যুবদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪২ পিএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৩ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা, প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
আজ মঙ্গলবার (০১ নভেম্বর) তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা, প্রতিবাদ ও অবিলম্বে প্রত্যাহারের দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
এদিকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বুধবার দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।
আগামী ৬ নভেম্বর রবিবার বেলা ২টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।