তারেক রহমান ও ডা. জুবাইদার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৬ পিএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের তাৎক্ষণিক মশাল মিছিল করা হয়।
উক্ত মিছিলটি নগরীর সদর হাসপাতালের মোড় থেকে শুরু হয়ে সিটি কলেজের মূল ফটক ,রাজশাহী কলেজ প্রদক্ষিণ করে সদর হাসপাতালের মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার আলী আকাশ, নওগা জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, সিটি কলেজ ছাত্রদল নেতা আননাফ, শুভ চৌধুরী, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খাঁন মন, সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম লিমন, ০৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়যাত শুভ, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা মাহী, জিদান, সিফাত সহ নেতৃবৃন্দ।