আ.লীগ পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করে ফায়দা লুটতে চায় : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:১৪ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
আওয়ামী লীগ পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করে ফয়দা লুটতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেছেন, আন্দোলনে জনজোয়ার দেখে আওয়ামীলীগ বিচলিত, উত্তেজিত ও ভীত হয়ে পড়েছে। সে জন্য তারা অশালীন অরাজনৈতিক ভাষায় ব্যক্তিগত আক্রমন শুরু করেছে।
একই সাথে বিএনপির পূর্বঘোষিত সমাবেশের দিন পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামীলীগ উস্কানীমূলক আচরণ করছে উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আগামী১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করতে একই দিনে পাল্টা কর্মসূচির নামে কোন সংঘাত সৃষ্টি করা হলে দায় দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে।
আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ভিত্তিক নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ৪ নভেম্বর ধোবাউড়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশ সফল করতে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন।
এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আজহারুল হক, হাবিবুর রহমান,আবুল হাশিম, সোলায়মান সরকার, আবদুল কুদ্দুস, ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান,আবুল কাশেম ডলার, আবদুস শহীদ, সিদ্দিক হোসেন প্রমুখ।
প্রস্তুতি সভায় প্রিন্স আরও বলেন, চলমান আন্দোলনের অন্যতম রুপকার সৎজ্জন , নিরহঙ্কারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে ওবায়দুল কাদের যা বলেছেন তা শুধু সত্যের অপলাপ এবং শিষ্টাচার বহির্ভূত ভ্রষ্টাচার।
এ সময় প্রবাদ বাক্য উল্লেখ করে বলেন, ইট মারলে পাটকেল খেতে হয়। ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের যখন স্বাক্ষী দিয়ে বলেন, যোগাযোগ মন্ত্রণালয় দুর্ণীতিতে পরিপূর্ণ এবং মন্ত্রীর স্ত্রী দেশের প্রথম দশ দুর্ণীতিবাজদের একজন। তখন আর বলার অপেক্ষা রাখেনা যে কাদেরের হাতের ৩০/৪০ লাখ টাকার ঘড়ি আর লাখ লাখ টাকার স্যুট কোথা থেকে আসে।
কাদের সাহেব কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন। তাদের আমলনামা অচিরেই জাতির সামনে উন্মোচিত হবে বলেও উল্লেখ করে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ধোবাউড়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।