সরকারের ইঙ্গিতেই তারেক রহমান ও ডা. জুবাইদা বিরুদ্ধে পরোয়ানা : ইউট্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:২৬ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে নতুনভাবে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিশেয়ন অব বাংলাদেশ (ইউট্যাব)।
সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান আজ মঙ্গলবার (০১ নভেম্বর, ২০২২) এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ঘটনায় জনগণ অতীষ্ঠ। সরকারের লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার যখন প্রায় শূন্য তখন দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতেই নতুন নতুন কৌশল অবলম্বন করে সরকার। তারই অংশ হিসেবে আইন-আদালতকে ব্যবহারের মাধ্যমে বিরোধী মতের লোকদেরকে নিপীড়ন করা হচ্ছে। অর্থাৎ আদালতকে বিরোধীদল নির্যাতনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে সরকার।
ইউট্যাবের নেতৃদ্বয় বলেন, ২০০৭ সালে দায়েরকৃত তথাকথিত দুর্নীতির পুরনো একটি মামলায় নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি প্রমাণ করে যে, এই সরকার আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ফের নতুন খেলায় মেতে উঠেছে। এ কথা মনে রাখতে হবে যে, তারেক রহমান হলেন- বাংলাদেশের একজন সৎ ও ভদ্র রাজনীতিবিদ। তার বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট। যার হাত ধরেই বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির যাত্রা শুরু হয়। তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। যাকে ইতোমধ্যে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ উপাধি দেয়া হয়েছে। যিনি গণতন্ত্রকে পুন:প্রতিষ্ঠার জন্য আপোসহীন সংগ্রাম করে চলেছেন। তিনি গণতন্ত্রের জন্যই এখনো অবৈধ আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে কারাগারে বন্দি। শুধু তাই নয়, তারেক রহমানের সহধর্মিণী একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি বিশিষ্ট কার্ডিওলোজিস্ট। তার বাবা ছিলেন বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান।
তারা বলেন, সুতরাং তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। তাদের বিরুদ্ধে সকল অভিযোগ ও দায়েরকৃত সব মামলা মিথ্যা। মূলত জিয়া পরিবারকে আওয়ামী লীগ সরকার ভয় পায়।
আমরা মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে নতুনভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু যতই ষড়যন্ত্র ও নির্যাতন করুক না কেনো আইনশৃঙ্খলা বাহিনী ও আইন আদালতকে ব্যবহার করে সরকারের শেষ রক্ষা হবে না। সরকার এক অজানা ভয় থেকে তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। পতনের ভয় থেকেই এসব করছে।
ইউট্যাব অবিলম্বে জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও নতুন করে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।