লুটপাটের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি : আহমেদ আযম খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫৪ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সারা দেশের মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভাগীয় সম্মেলনে মানুষ পায়ে হেঁটে যোগদান করেছে। সরকারের অঘোষিত ধর্মঘটের কারণে সাধারণ মানুষ চিড়া-মুড়ি নিয়ে ফুটপাতে রাত যাপন করে সম্মেলনে অংশ নিয়ে নেতাদের কথা শুনেছে। সরকারের সীমাহীন অরাজকতা ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ। লুটপাটের বিরুদ্ধে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসায় সাজানো মিথ্যা মামলায় কারাদন্ড দেয়া হয়েছে। অবৈধ সরকারের জুলুম নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। এ থেকে মানুষ মুক্তি চায়। আগামী ১০ ডিসেম্বরের পর ফ্যাসিস্ট সরকারের পতনে বাংলার মানুষ রুখে দাঁড়াবে- দেশে একটি নতুন বাতাস দেখতে পাবেন। তখন দেশের ছোটখাটো সকল দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনা করবে।
আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে জেলা বিএনপির ১ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া ঈদগাহ মাঠে ১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আমরা টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের ২৩টি সাংগঠনিক ইউনিটের সম্মেলন শেষ করেছি। সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ২৩টি সাংগঠনিক ইউনিটের ২৩ হাজার ২৩ জন কাউন্সিলর তাদের নেতা নির্বাচন করবেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা আছে- কিন্তু কোনো প্রতিহিংসা নেই। জেলা বিএনপির সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অভ্যন্তরেও গণতন্ত্র চর্চার দিকনির্দেশনা দিয়েছেন। সেজন্যই প্রতিটি সম্মেলনে কাউন্সিলররা গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে পারছে। সরকারের হামলা-মামলার কারণে আমরা এতদিন দলের কাউন্সিল করতে পারছিলাম না। তিনি জেলা বিএনপির ১ নভেম্বর অনুষ্ঠেয় সম্মেলনে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।