বরিশালে সমাবেশের অনুমতি পেলো বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৩:১১ এএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
আগামী ৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় সমাবেশের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
তিনি বলেন, ‘বিএনপি’র আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যুক্ত থাকবেন। এই কারণে উদ্যানের একটি অংশ ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।’
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘আমরা বেলস পার্কে (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। সোমবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি।’