বেলকুচিতে বিএনপি নেতা সামাদ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৪ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুস সামাদ সরকারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে তামাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলীম বলেন, রাতের ভোটের অবৈধ সরকারের দিন শেষ হয়ে এসেছে। বিএনপির বিভাগীয় সমাবেশ গুলোতে পুলিশ বাহিনী ও দলীয় নেতাকর্মীদের দিয়ে বাঁধা দিয়েও বিএনপির জনস্রোত ঠেকাতে পারছে না, সরকার ভয়ে পরিবহন বন্ধ করে দিলেও মানুষ পায়ে হেঁটে নদী সাতঁরে সমাবেশে যোগ দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও অবৈধ সরকার পতনের জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যে বিভাগীয় সমাবেশ হবে সেখানে আমরা অবস্থান নিবো। মাথায় কাফনের কাপড় পড়ে মায়ের দোয়া নিয়ে সরকারকে বিদায় করবো না হয় জীবন দিবো।
বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে ও সদস্য সচিব বনী আমিনের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক সভাপতি এন্তাজ আলী প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী আকছেদ আলী প্রামাণিক, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির নেতা মামুন হোসেন বরাদ, যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর আলম, বিএনপি নেতা জাহিদুল হক মুক্তা, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসান, ছাত্রদল নেতা রিজন সরকার প্রমুখ।
এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতি দল সহ ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।