জনগণের অধিকার আদায়ের রাজপথে আছে বিএনপি : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৮:৫৬ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, দমন, নির্যাতন, নিপীড়, মামলা, হামলা, গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। এক দলীয় সরকারের অধীনে এই দেশে আর কোন নির্বাচন দেশে হবে না, হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। জনগণের অধিকার আদায়ের রাজপথে আছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, আদায়ের বিএনপি আর পিছ পা হবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ আজ সব কিছুর মূল্য দিগুন থেকে তিন গুণে বেড়েছে। মানুষ আর দিশেহারা।
আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি হাটহাজারী পৌরসভা বিএনপির সাথে পৌর সভা বিএনপির সম্মেলন ও ৭ নভেন্বর পালন উপলক্ষে এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকের হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব ওহেদুল আলমের পরিচালনায় অনুষ্টিত হয়।
তিনি আরো বলেন, এই সরকার ১০ টাকায় চাল খাওয়াবে বলে, ঘরে ঘরে চাকরি দিবে বলে ক্ষমতায় এসেছে। অথচ তা না করে দীর্ঘ ১৩ বছরের ধরে জনগণের টাকা লুটপাট করেছে। আর এখন বলছে আগামী বছর ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে। জনগণ এই দুর্ভিক্ষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। দুর্ভিক্ষের কথা বলে জনগণকে আবার ধোকা দিতে চায়। দুর্ভিক্ষের আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, যুগ্ম আহবায়ক সেলিম চেয়ারম্যান, ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ শুক্কুর সহ হাটহাজারী পৌরসভার ৯ ওয়ার্ডের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।