বর্তমান সরকারের পতন ঘটাতে হবে : শাহজাহান ওমর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০০ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:০২ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, এই (শেখ হাসিনার নেতৃত্বাধীন) সরকারের পতন ঘটাতে হবে। এক দাবি-এক ডাক, হাসিনা সরকার নিপাক যাক। সামনে আসছে শুভ দিন, জনসভায় যোগদিন। এই সরকার আমাদের ছেড়ে দেবে না, তাই আন্দোলন সফল করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য বিএনপি'র সর্বস্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ সোমবার (৩১ অক্টোবর) আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে দুপুরে শরীয়তপুর শহরের ধানুকা এলাকায় সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু'র বাড়িতে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপি ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম।
বক্তব্য রাখেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. জামাল শরীফ হিরু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্ণেল এসএম ফয়সাল (অব.), যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট, জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, শাহ মো. আব্দুস সালাম, এস.এম মাহফুজুর বাচ্চু সরকার, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, সাংবাদিক আবুল হোসেন সরদার, বিএম হারুন অর রশিদ, আব্দুল মান্নান মাদবর, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, প্রচার সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান প্রমূখ।
এসময় অনান্য বক্তারা বলেন, এই আন্দোলনে আমরা যদি হেরে যাই, তাহলে হেরে যাবে বাংলাদেশ। তাই সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদাকে মুক্ত করতে হবে এবং তারেক রহমানকে দেশে আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।