সাবিহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৫৬ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর শোকবার্তা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সাবিহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মপ্রিয় এই মানুষটির সরকারী দায়িত্ব পালনে দেশ গঠনই ছিল মুখ্য উদ্দেশ্য। তিনি ছিলেন সজ্জন ও বিন¤্র স্বভাবের মানুষ। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের গণতন্ত্র ও জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি ছিলেন গভীরভাবে আস্থাশীল। তিনি অবসর গ্রহণের পর বিএনপিতে যোগ দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত দলের নীতি ও আদর্শের প্রতি একনিষ্ঠ ছিলেন। তাঁর মতো মানুষের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি সাবিহ উদ্দিন আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, "মরহুম সাবিহ উদ্দিন আহমেদ পেশাগত দায়িত্ব পালনকালে তাঁর সুনাম ছিল সর্বজনবিদিত। তাঁর কর্মোদ্দ্যমের মূল চালিকা শক্তি ছিল দেশপ্রেম। তিনি নিজ মেধা, শ্রম ও কর্তব্যগুণে সরকারের সচিব পদে উন্নীত হয়েছিলেন। তিনি সরকারের কর্মকর্তা হিসেবে তাঁর ওপর অর্পিত নানা কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে বাস্তবায়ন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও শুভানুধ্যায়ীদের মতো আমিও সমব্যাথী। তিনি চাকুরী থেকে অবসর নেয়ার পর বিএনপি'র রাজনীতির সাথে যুক্ত হয়ে শহীদ জিয়ার নীতি ও আদর্শ বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে থেকে তাঁর নির্দেশিত কাজ করে গেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকালে তিনি কখনোই তাঁর সততা ও আদর্শকে জলাঞ্জলী দেননি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতবাসী করেন।
আমি সাবিহ উদ্দিন আহমেদ এর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"