বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩৫ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
আজ সোমবার (৩১ অক্টোবর) সাবিহ উদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ৭টা ৩৫ মিনিটে তিনি মারা গেছেন।দীর্ঘদিন মতিষ্কের রক্তক্ষরণজনিত জটিলতা ভোগ ছিলেন। ২০১৭ সালে তার ব্রেইন স্ট্রোক হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরা থেকে গুলশানের বাসায় ছুটে আসেন। তিনি পরিবারের সদস্যদের সহমর্মিতা জানান।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ''সাবিহ উদ্দিন একজন সত্যিকার দেশপ্রেমিক নেতা ছিলেন। তার মৃত্যুতে বিএনপির যে ক্ষতি হয়েছে তা পুরণ হবার নয়। ব্যক্তিগতভাবে আমি একজন প্রিয় বন্ধুকে হারালাম। তার মৃৃত্যু আমার জন্য কষ্টদায়ক।"
আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তালা যেন তাকে বেহেস্তে নসিব করেন।
জানাজা : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ''উনার মেয়ে শেহেজাবিন আসমা আহমেদ যুক্তরাষ্ট্র থাকেন। তিনি দেশের পথে। মরহুম সাবিহ উদ্দিন আহমেদের নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে হবে। এরপর তাকে বনানীতে তার বাবার কবরে দাফন করা হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একই ব্যাচের ছাত্র ছিলেন ফখরুল ও সাবিহ উদ্দিন আহমেদ। ব্যক্তিগতজীবনের দুইজনই ঘনিষ্ঠ বন্ধু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে সাবিহ উদ্দিন ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন।
শিক্ষাজীবন শেষ করে সাবিহ উদ্দিন আহমেদ পাকিস্তান সিভিল সার্ভিসের যোগ দেন। বাংলাদেশ সৃষ্টির পর তিনি যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলীর তথ্য কর্মকর্তা ছিলেন তিনি জ্বালানি মন্ত্রী আকবর হোসেন, মতস্য ও পশু সম্পদ মন্ত্রী সিরাজুল আলম খান, রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য এজেডএম এনায়েতুল্লাহ খানে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবিহ উদ্দিন আহমেদ ১৯৯১ সাল থেকে দুই টার্মে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। পরবর্তিতে তিনি আবার তথ্য ক্যাডারে ফিরে আসেন।
২০০১ সালে সাবিহ উদ্দিন আহমেদ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। পরে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে নিয়োগ পান।
সচিব থেকে অবসর গ্রহনের পর সাবিহ উদ্দিন আহমেদ বিএনপির রাজনীতি সক্রিয়ভাবে যোগ দেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের হিসেবে নিয়োগ পান।
২০১৭ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে সা্বিহ উদ্দিন আহমেদ রাজনীতিতে আর সক্রিয় থাকতে পারেননি।
সাবিহ উদ্দিনের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।