সাতকানিয়ায় বিএনপির গণজাগরণ সৃষ্টি হয়েছে : জামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৭ পিএম, ৩০ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ পিএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
সাতকানিয়া উপজেলার গারাংগিয়া শাহ-মজিদিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মানবিক সহযোগিতার আশ্বাস দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক জননেতা জামাল হোসেন।
এই সময় তিনি বলেন, দেশে আজ নিরব দুর্ভিক্ষা চলতেছে, মানুষ অভাব কষ্টে দিনাতিপাত করছে, এমন সময় এই রকম অগ্নিকান্ডের মতো ট্র্যাজেডি খুবই বেদনাদায়ক, তিনি সকল বিত্তবান কে ক্ষতিগ্রস্থদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।
সেখানে তিনি জনতার উচ্ছ্বাস দেখে বলেন, বিএনপি জনগণের দল, তাই সাতকানিয়ায় বিএনপির গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে মনে করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, হাজী আবদুস সামাদ, সদস্য মোহাম্মদ মোর্শেদ, বিএনপি নেতা এস এম নূরুল হক, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল ইসলাম, সদস্য নাছির উদ্দীন, যুবদল নেতা নেজাম উদ্দিন, মোহাম্মদ জুবায়ের, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ তাইফু, ইরফান উদ্দিন, সেলিম উদ্দিন, বেলাল উদ্দিন, আনিসুর রহমান আনাস, আবদুর রহিম মাহী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।