ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতিসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ৩০ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩০ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে আজ রবিবার (৩০ অক্টোবর) জেলার বোয়ালমারীতে দলটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার হাসামদিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেদ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আলী আফজাল খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রশিদ বাচ্চু, বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ ও ফরিদপুর জেলা যুবদলের সহসম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আর কোন নত স্বীকার নয়। ১৪ বছর ধরে মার খাচ্ছি, এখন তা ফেরত দেয়ার পালা। তবে জিয়ার সৈনিকরা কাউকে আগে আঘাত করবে না। কেউ যদি আগ বাড়িয়ে আঘাত করতে আসে তাকে সুস্থ শরীরেও ফেরত যেতে দেয়া হবে না।
বক্তারা বলেন, দেশের ১৬ কোটি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে বিএনপিসহ গোটা দেশবাসীর অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে। এরই অংশ হিসাবে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশ হচ্ছে- নব্য স্বৈরশাসকের কবল থেকে দেশের মাটি ও মানুষকে উদ্ধারের সমাবেশ। তাই স্বৈরশাসক চক্রের সকল বাঁধা, ষড়যন্ত্র গুড়িয়ে দিয়ে সকলকে সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।