জাতীয় পার্টিকে ক্রীতদাস বানাতে চায় আ.লীগ : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৮ পিএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি ২০০৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল। কিন্তু এরপর থেকে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ দেখা যাচ্ছে না। আমরা বন্ধু হিসেবে তাদের কাছে গিয়েছিলাম, তারা বন্ধু হিসেবে আমাদের গ্রহণ করেছিল। কিন্তু তারা সর্বপ্রথম আমাদের বানালো অঙ্গসংগঠন, এরপর বানালো চাকর। এখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ক্রীতদাস বানাতে চায়।
আজ শনিবার দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, আমরা কী করবো, না করবো সব কিছুতে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে চায়। আমরা কারও নিয়ন্ত্রণে থেকে রাজনীতি করতে চাই না। আমরা দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে চাই। তিনি দাবি করেন, সরকারি দলের নেতারা গত অর্থবছরের মাত্র একবছরে শুধুমাত্র সুইজারল্যান্ডে চার লাখ কোটি টাকা পাচার করছে। আগামী বছর আসতে আসতে মেগা প্রকল্পে বিদেশ থেকে যে ঋণ নেয়া হয়েছে তা সুদে আসলে প্রায় ২২ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। এই কারণেই আর কোনও রিজার্ভ থাকবে না। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে আসতে থাকেন। বেলা ১১টায় শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ ছাড়াও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ বক্তব্য রাখেন। পরে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোস্তফা আল মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেন খানের নাম ঘোষণা করেন জি এম কাদের।