সমাবেশে আসা নেতাকর্মীদের হাতে থাকা জাতীয় পতাকাবাহী লাঠি কেড়ে নিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০১:০৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে আসা নেতাকর্মীদের হাতে থাকা জাতীয় পতাকাবাহী লাঠি রাস্তায় চেকপোস্ট বসিয়ে কেড়ে নিয়েছে। এ সময় নেতাকর্মীদের নিরুপায় হয়ে লাঠির মাথায় লাগানো জাতীয় ও দলীয় পতাকাসহ দলের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার খুলে পুলিশের লাঠি খুলে নিয়ে রাখতে দেখা গেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-পীরগাছা সড়কের হাউদারপাড় ও বদরগঞ্জ সড়কসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের হাত থেকে পতাকাবাহী লাঠি কেড়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালেক্টরেট ঈদগাহ মাঠ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠছে। পরিবহন ধর্মঘট উপক্ষো করে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতাকর্মীরা। দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াও ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীরা এসেছেন।