রংপুরে বিভাগীয় সমাবেশ অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ পিএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশ চলাকালীন এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
আজ শনিবার রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম সোহেল হোসেন। তিনি দিনাজপুর কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
সমাবেশস্থল সূত্রে জানা যায়, সমাবেশ চলাকালীন সময়ে শনিবার দুপুরের পরপরই অসুস্থ হয়ে পড়েন সোহেল। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ হচ্ছে।