বরিশালে গনসমাবেশ সফল করতে ভোলায় বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৪ এএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:২৭ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
আগামী ৫ নভেম্বর রোজ শনিবার বরিশাল বিভাগীয় গনসমাবেশ সফল করতে ভোলা জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় ভোলা জেলা বিএনপির আয়োজনে মহাজনপটিস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভপিতিত্বে ও সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহা সচিব হাবিব-উন-নবী খান সোহেল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন প্রমূখ।
সভায় বিএনপি নেতারা বলেন, সারাদেশে নজীরবিহীন লোডশেডিং ও নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হত্যা, হামলা, মামলা ও পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ছাত্র দল ও যুবদলের নেতা কর্মিদের হত্যার প্রতিবাদে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গনসমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। তারা বলেন বিভাগীয় সমাবেশে সরকারী সকল বাঁধা অতিক্রম করে যে কোন মূল্যে গনসমাবেশ সফল করতে হবে। নেতা কর্মীদের বিভাগীয় সমাবেশ সফল করতে আহবান জানান কেন্দ্রীয় নেতারা।