আখাউড়া পৌর যুবলীগ সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ এএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৯ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অর্থ ঋণের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর পলাতক ছিলেন যুবলীগ নেতা মনির খান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। তিনি জানান, মনির খান একটি অর্থ ঋণের মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে পৌরশহরের নাইন স্টার হোটেলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও ওসি আসাদুল ইসলাম জানিয়েছেন।
মনির খান বর্তমানে আখাউড়া পৌর যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।