চারদিকে সরকারের পতনের আওয়াজ উঠেছে : জাগপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ২৮ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
২০ দলীয় জোটের নেতা ও জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, আওয়ামী সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে অন্ধকার খাদের কিনারায় নিয়ে গেছে। তাই সারা দেশের জনগণের দাবী এই নিশিরাতের ভোট চোর সরকাকে আর দেখতে চায়না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আজ চারিদিকে ক্ষমতাসীন সরকারের পতনের আওয়াজ উঠেছে। সারা দেশের জনগণের দাবি এই নিশিরাতের ভোট চোর সরকাকে আর দেখতে চায় না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।
আজ শুক্রবার বিকেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বিরোধী দলের নেতাকর্মীদের পৈশাচিক নিপীড়নের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যুব জাগপার এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ জেহাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন-জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
খন্দকার লুৎফর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মানুষ আজ অতীষ্ঠ। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মী ও সভা সমাবেশে হামলা ও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। আসলে সরকার তাদের ব্যর্থতা আড়াল করতেই সভা-সমাবেশে হামলার অপকৌশল নিয়েছে। তিনি বলেন, সরকারের দুর্নীতি, লুট, হরিলুট, টাকা পাচার, গুম, খুন আর মহাদুর্নীতির কাহিনী এখন মানুষের মুখে মুখে। দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষ জীবনধারণের সব অবলম্বন হারিয়ে ফেলেছেন। এই সরকারের পতন না হলে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারবে না। তিনি অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন।