দেওয়ানগঞ্জে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২০ পিএম, ২৮ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:৪৮ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এঁর ছেলে এবং বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার আগামি দিনের কান্ডারী ব্যারিস্টার শাহাদত বিন জামান শোভন। উদ্বোধক ছিলেন দেওয়ানগঞ্জ পৌর যুবদলের আহবায়ক দেওয়ান আলতাব।
উপজেলা যুবদলের আহবায়ক মো. মনজু হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আবদুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু।
আলোচনা সভায় সঞ্চালনা করেন আলা উদ্দিন আল মামুন ও ফারুক আহমেদ। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।