মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভাও র্যালী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩২ এএম, ২৮ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৪০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মদারীপুরে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারীর সভাপতিত্বেও সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভাও র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সোনালী অতীত, কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান,যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মুরাদ।
অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রাসেদুজ্জামান খান রাসেল, জেলা বিএনপির সদস্যও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার মিজান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহীন মৃধা, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ সালাউদ্দিন বেপারী, মোঃ মাহাবুবুর রহমান জুয়েল, যুবদল নেতা মোঃ নাহিদুজ্জামান খান নাহিদ, জেলা শ্রমিকদল নেতা সেলিম মুন্সি,কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ আফজাল হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ। এছাড়াও যুবদলের বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
মাদারীপুরের ডিসির ব্রীজে অনুষ্ঠিত সমাবেশ শেষে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে বিশাল এক র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুলপদ্দি চৌরাস্তায় গিয়ে শেষ হয়।