রাজধানীর মিরপুরে বোনের বিয়ের গায়ে হলুদ থেকে ছাত্রদল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২০ এএম, ২৮ অক্টোবর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:১০ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
রাজধানীর মিরপুরে বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রায়হান ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মিরপুর শাহ আলী ১ নম্বর ডি ব্লকের একটি বাড়ি থেকে রায়হানকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রায়হান শাহ আলী থানাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমানে শাহ আলী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।
রায়হানের বাবা হায়দার আলী বলেন, গতকাল আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। এ সময় পুলিশ রায়হানকে বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
এদিকে মিরপুরের শাহ আলী থানায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক আহবায়ক মো. জয়নাল আবেদীন ও ৯৩ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মিরন হোসেনসহ আরও ২ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দারুস সালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু শাহ আলী থানা বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, গতকাল শাহ আলী এলাকা থেকে কয়েকজন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পল্লবী থানার একটি মামলার আসামি।