ঢাকায় যুব সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৪ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:২৩ পিএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় যুব সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে জেলা যুবদলের টি-শার্ট, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনসহ নানা সাজে সজ্জিত হয়ে নেতাকর্মীরা অংশ নেয়।
এর আগে দুপুরের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে ঢাকায় গিয়ে জড়ো হন জেলা যুবদলের নেতাকর্মীরা।
এসময় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট পরিহিত নেতাকর্মী মিছিলে অংশ নেয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের এমন মিছিল নজর কাড়ে কেন্দ্রীয় নেতাসহ উপস্থিত সকলের।
জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন ও সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, কেন্দ্র ডাক দিলে দলের নেতাকর্মীরা সমাবেশের জন্য উজ্জীবিত ছিল। আজ নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসেছে।