সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৩ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবদল।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা যুবদলের আহবায়ক ফয়েজুল কবীর তালুকদার শাহীনএর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ আজিম উদ্দিন আহমেদ। উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক জিএস রবিউল ইসলামএর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, পৌর যুবদলের আহবায়ক রমজান, সদস্য সচিব মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাধু, উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি/আহবায়ক, উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব সোলায়মান কবীর চপল প্রমূখ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা শেষে ৪৪তম জন্মদিনের কেক কাটেন আমন্ত্রিত অতিথি এবং যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।