ফেনীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৫ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:০২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের আলোচনা সভায় ৬ উপজেলা ও ৫ পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর এমন উপস্থিতিতে নেতাকর্মীরা উচ্চাস প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ডিএম কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল। আলোচনা সভার পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বেলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন অতিথিরা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। তার বক্তব্যে তিনি বলেন "২০২৩ সাল হবে আওয়ামী লীগ এর পতনের বছর। এই মূহুর্তে ফেনী জেলা যুবদল সবচেয়ে শক্তিশালী ও সংগঠিত।"
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ খালেক, ইয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা যুবদলের সহ সভাপতি হাসানুজ্জামান শাহাদাত, গিয়াস উদ্দিন খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ এসএম কায়সার এলিন, সিনিয়র সদস্য ও সদর যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন রতন, দপ্তর সম্পাদক আল ইমরান, সহ সাধারণ সম্পাদক ফারুক মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্টূ।
ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাটোয়ারী। ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, ইস্রাফিল মাসুদ। দাগনভুইয়া উপজেলা যুবদলের আহবায়ক কবির আহমদ ডিবলু, সদস্য সচিব মনসুর ভুইয়া, পৌর শাখার সদস্য সচিব ইকবাল হোসেন সুজন। ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, পৌর শাখার যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, নুরুল হুদা শাহিন। পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, পৌর শাখার যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ। কোরআন তেলোয়াত করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক জাফর দুলাল।
সভার সঞ্চালক নাসির উদ্দিন খন্দকার ফেনী জেলা যুবদল এর সভাপতি জাকির হোসেন জসিম, সোনাগাজী উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম, সোনাগাজী পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন সহ কারাবন্দী নেতৃবৃন্দের মুক্ত চান।
প্রোগ্রামের সভাপতির বক্তব্য এর পূর্বে কিছুদিন আগে কারামুক্তি হওয়া নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।