রাজশাহীতে যু্বদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৪ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:২৩ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের সাবেক ও বর্তমান নেতারা আজ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এক্যেবদ্ধ হয়ে সমাবেশ করেছে ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে ৪ টায় নগরীর মহিলা কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেন যুবদলের নেতা কর্মীরা। শোভাযাত্রা শুরুর পূর্বে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুবন মোহন পার্কে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদচসদস্য, সাবেক মেয়র, এমপি মোঃ মিজানুর রহমান মিনু, বিএনপির বন ও পরিবেশ সম্পাদক, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সহসম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, রাাশাহী মহানগর বিএনপির সদস্য সচিব, মামুনুর রশীদ মামুন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর যুবসমবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, সভা পরিচালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা, যুগ্ম-আহ্বায়ক মোঃ আসলাম সরকার। উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ দেলোয়ারের হোসেন, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল সহ যুবদল রাজশাহী রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃত্ব এককাতারে দেখা যায়। এর আগে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে যুবদলের নেতা কর্মীরা দলীয় ব্যানার ফেষ্টুন ও দলীয় ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে আসেন। এছাড়াও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন বাবলু, মোঃ নাসিম খান, ফাইজুল ইসলাম ফাই, আতাউর রহমান বাঁধন, আনোয়াররুল ইসলাম, মোঃ কামরুজ্জামান মিলন, মোঃ সালমগীর হোসেন, জামিলুর রহমান, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, আল মামুন বাবু, ঈসমাইল হোসেন রাহি, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটিু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রেজা রিপনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দে