ময়মনসিংহে যুবদলের র্যালিতে সরকার পতন আন্দোলনে অগ্রভাগে থাকার অঙ্গিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:২৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল র্যালি করে আগামী দিনে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে অগ্রভাগে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের নেতারা।
আজ বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথক আয়োজনে বর্নাঢ্য র্যালী ও সমাবেশ করে প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচী পালন করে তারা। এই দুই সমাবেশেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে হুঙ্কার দিচ্ছে। কিন্তু এসব হুঙ্কারে কোন কাজ হবে না। জনগণ জেগে উঠেছে, হুঙ্কার দিয়ে দমন নিপিড়ন চালিয়ে জনতার শক্তিকে রোধ করা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জনগণের রাজনীতি করেছেন। তিনি যুবদল প্রতিষ্ঠা করে গঠনমূলক কাজের মাধম সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষা করেছেন। স্বনির্ভর দেশ গড়ার সোপান তৈরী করেছেন।
তিনি আরও বলেন, যুবদল দেশ ও জনগণকে রক্ষা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আগামী দিনে গণঅভ্যূত্থান সৃস্টি করে দুর্ণীতি, লুটপাট, দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি।
সমাবেশে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু’সহ বিএনপি ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ।
এরপর বিকেল পৌনে ৪টার দিকে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে আদালা ভাবে বিশাল র্যালী ও সমাবেশ করে ময়মনসিংহ মহানগর যুবদল। এ র্যালীর নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারন সম্পাদক জোবায়ের হোসেন শাকিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক শাহ শিব্বির আহমেদ ভুলু, শামীম আজাদ’সহ বিএনপি ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ।