আমরা কথায় নই,কাজে বিশ্বাসী : লুৎফুর রহমান কাজল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৬ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৪৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐতিহ্য, গৌরব, সাফল্য ও সংগ্রামের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাতীয়তাবাদী যুব সংগঠন, যুবদল জাতীয়তাবাদীর মূল চালিকাশক্তি, দেশের মানুষ আমাদের পক্ষে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, বিএনপি গণমানুষের দল, দেশের সাধারণ মানুষকে সাথে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ নিয়ে রাস্তায় নামতে হবে এখনই সময় দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার, আমরা কথায় নই কাজে বিশ্বাসী, আমি আজকে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছি, এই গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের সহ যে সকল নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন এই কেন্দ্রীয় নেতা।
কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট ইউনুস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ আবু, সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা কৃষকদলের সদস্য সচিব শরিফ উদ্দিন বাবুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আফসেল, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান লাভলু, রামু উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন, ঈদগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আজমগীর, মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম সহ কক্সবাজার জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।