তারেক রহমান গণতন্ত্র মুক্তির প্রতিক : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার হবে, দেশের মানুষ নাগরিক ও মৌলিক অধিকার ফিরে পাবে, জাতীয়তাবাদী যুবদল তারেক রহমান এর মনোবল, যুবদল নেতৃবৃন্দকে সামনের কাতারে থেকে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে যে ভাবে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন সেভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধার হবে তারেক রহমান গণতন্ত্র মুক্তির প্রতিক। তিনি জাতীয়তাবাদী যুবদল এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যােগে র্যালী পূর্বক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আজ বৃহস্পতিবার নগরীর ষোল শহরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি সাথী উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নুর মুহাম্মদ, ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, মুহাম্মদ জাকের হোসেন, মুহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহসভাপতি আমানউল্লাহ আমান, আলাউদ্দিন, সাহেদ কামাল, লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, টিপু চৌধুরী, সরওয়ার জাহান পুতুল, সফিউল আজম, মোক্তার হোসেন সুজন, লায়ন দেলোয়ার, শাহনেওয়াজ কবির মানিক, আবুল মনসুর, ফখরুল হাসান, মুহাম্মদ সিরাজ, ইয়াসিন মিয়া, নুর উদ্দীন, নিঝুম খান, মুহাম্মদ কামাল, সেকান্দর হোসেন, রহিম উদ্দীন ওয়াসিম, আবসার মিয়াজি, নুরুল আমিন, মোরশেদ হাজারি, শাহজান,মুহাম্মদ জামাল, মঈনউল্লাহ উজ্জ্বল, এসও লোকমান, মহিউদ্দিন,ওমর ফারুক চৌধুরী ডিউক, ইব্রাহিম বিজয়, ইসতিয়াক চৌধুরী অভি, এমএ আজিজ, মোঃ মহসিন, মনোয়ার ইসলাম শাওন, মোঃ শহীদ, মাসুদ চৌধুরী, খালেদ চৌধুরী রাসেল, শাহজান শাহিল, হেলালউদ্দীন, রাশেল, রাজন, জহিরউদ্দীন বাবর, শাহরিয়ার সজিব, ফারুক বিন মূসা, আবসার, জুলস, ইসা সফিক, জি এম সাইফুল, বাবুল আলম, জাবেদ সহ জেলা যুবদল ও উপজেলা থানা পৌরসভার যুবদল নেতৃবৃন্দ প্রমুখ।
পরে জাতীয়তাবাদী যুবদল এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের উদ্যােগে র্যালী শেষে স্বাধীনতার স্মৃতি বিজড়িত নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।