বরগুনায় যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সারাদিনের কর্মকান্ডের মধ্যে ছিলো সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, সকাল ১১ টায় জেলা যুবদলের নেতা-কর্মীদের সমন্বয়ে এক বর্নাঢ্য র্যালী ও সাড়ে ১১ টায় সমাবেশ।
সকাল ৭ টা থেকে শহরের বিভিন্ন দিক থেকে খন্ড খন্ড মিছিল সহযোগে যুবদলের নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে, এক আনন্দ র্যালী বের হয়ে বরগুনা পৌরসভা চত্বরে আসলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে যায়। শেষে, দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলাদলের সভানেত্রী রীমা জামান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন প্রমূখ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলার ৬ টি উপজেলা থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।