বিএনপির সমাবেশ, রংপুরেও ২ দিনের পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৩৭ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে ময়মনসিংহ, খুলনার পর রংপুরেও পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা মোটর মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার রাত পর্যন্ত চলবে এ ধর্মঘট। রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন বন্ধ অন্যান্য দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে মোটর মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন রংপুরের নেতাকর্মীরা। জেলা ও উপজেলা পর্যায়েও প্রস্তুতি সভাসহ সমাবেশে উপস্থিতি বাড়াতে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা।
গত ৮ অক্টোবর চট্টগ্রামের সমাবেশটি নির্বিঘ্নে হলেও ১৫ই অক্টোবর ময়মনসিংহ ও ২২শে অক্টোবর খুলনার বিভাগীয় গণসমাবেশের আগেও সেখানকার পরিবহন মালিক ও শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দেন। এতে দু’দিন ধরে বাস বন্ধ থাকায় গণসমাবেশমুখী নেতাকর্মীদের পাশাপাশি চাকরিজীবী, চাকরিপ্রার্থী এবং সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়।
এদিকে আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ ডেকেছে দলটি। কিন্তু বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আগামী ৪ ও ৫ নভেম্বর বাস ধর্মঘটের ডাক দিয়েছে বরিশাল জেলা বাস মালিক সমিতি।
আগামী ৪ নভেম্বর থেকে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের সমাবেশে লোকসমাগম ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির অতীতের নানা কর্মসূচিতে বাসে আগুন ও ভাঙচুরের ভয়ে মালিকরা বাস বন্ধ রাখছে, এতে সরকারের হাত নেই।