ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০২ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫৪ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটি। দিবসটি উপলক্ষ্যে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপজেলা যুবদলের আয়োজনে পৌর সদরে এক আনন্দ র্যালি বের করে। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট সারোয়ার জাহানের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সদস্য আরমান শরিফ, ফয়সাল আহমেদ, মোজাম্মেল হক ভূইয়া সোহেল সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর নেতৃত্বে আনন্দ র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, পৌর যুবদলের সভাপতি আব্দুর রাশিদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদল নেতা আশিক উজ্জ্বল, সোহাগ সওদাগর প্রমুখ।