ভোলায় যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৫ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৫৯ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫
ভোলায় র্যালি, আলোচনার সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় যুবদলের কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন-ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তাফা কামাল ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।
এছাড়া সকাল ১০ টার দিকে চরফ্যাশন উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, বর্তমানে সহ-সভাপতি চরফ্যাশন-মনপুরার কৃতিসন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের শরীফ পাড়াস্থ বাস ভবনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আবুল কাশেম নয়ন এবং শশীভূষণ থানা যুবদল নেতা কামরুজ্জামান শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. কয়ছর আহম্মদ কমল, স্বাগত বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক) মো. আশ্রাফ হাওলাদার, চরফ্যাশন পৌরসভা যুবদলের সভাপতি, সাবেক কাউন্সিলন হাজী জাহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদল নেতা আবু বক্কার ছিদ্দিক মিল্টন, মো. ইজাজ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. রাসেদুল হাসান নয়ন, চরকলমী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান প্রমূখ।
এদিকে ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে।