শরীয়তপুরে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৪৭ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০২২) সকালে শহরে কোর্ট এলাকায় শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যার দিক নির্দেশনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মনির হোসেন মাঝীর সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ভিপি রুহুল আমি মুন্সি।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন, জেলা যুবদল নেতা বাচ্চু চৌধুরী, এ্যাড. জালাল আহম্মেদ সবুজ, সদর উপজেলার সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারন সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভার সভাপতি ডিএম কামাল হোসেন, এ্যাড. লোকমান হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এইচ এম জাকির হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি কেএম রফিকুল ইসলাম পিন্টু সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান, ওবায়েদুল খান, মুন্সি খোকন, সদর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার মোল্যা, প্রচার সম্পাদক রুবেল মোল্যা, মাহফুজুর রহমান, সোহাগ সরিফ, কার্তিক পোদ্দার, রুবেল আকন, হান্নান খান, নাসির ঢালী, বেলায়েত তালুকদার, আশিক, মিজান, পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ খান, মিলন মাদবর, হুমায়ন, পৌসভা যুবদলের সহ সভাপতি রিপন মাঝী, জেলা ছাত্রদলনেতা সোহেল তালুকদার, দেলোয়ার বেপারী, রাজিব মোল্যা, সেন্টু, আনোয়ার আনু, আলমগীর ছৈয়াল, মেশুক, মোহাম্মদ হোসেন, মোফাজ্জেল হোসেন, শাহীন প্রমুখ।