ফ্যাসিস্ট সরকারের লক্ষ্য জুলুম নির্যাতন করে টিকে থাকা : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭ এএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের এই অবৈধ সরকার জনগণকে বাইরে রেখে বারবার ক্ষমতা দখলের প্রক্রিয়া করছে। এই ফ্যাসিস্ট সরকারের লক্ষ্য হচ্ছে জুলুম নির্যাতন করে টিকে থাকা। তারা জনগণের সমর্থন না পেয়ে দেশের মানুকে বাধাগ্রস্ত করছে, আক্রমণ, গ্রেপ্তার ও হত্যা করছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, ফ্যাসিস্ট সরকারের ক্ষমতায় টিকে থাকার টুল হচ্ছে ভয়-ভীতি দেখিয়ে জনগণকে রাস্তায় নামতে না দেয়া। জনগণ সেই ভয়কে জনগণ জয় করেছে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে দেশকে মুক্ত করার আন্দোলনে নেমেছে। যে দেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা নামে তাদের রুখে দেয়ার সাধ্য কারও নেই। জনগণ এখন আওয়ামী লীগ বিরুদ্ধে রাস্তায় নেমেছে মালিকানা ফিরে পাওয়ার জন্য। এই সরকার যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন। তাই তারা বাংলাদেশের মানুষের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারকে হরণ করে ক্ষমতায় টিকে রয়েছে। তাদের অব্যাহতভাবে দখলদার হিসেবে ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে বাধা দেয়া, আক্রমণ, মিথ্যা মামলা, গুম ও খুন করে টিকে থাকা।
বরিশালে বিএনপির সমাবেশের পূর্বে গণপরিবহন বন্ধ করে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, খুলনা সমাবেশের দুদিন পূর্বে বাস লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে।
কিন্তু সেটাকে উপেক্ষা করে জনগণ সেখানে উপস্থিত হয়েছে। বরিশালে গণপরিবহন বন্ধ করে দেয়া মানে জনগণকে বাধাগ্রস্ত করা, জনগণের বিপক্ষে অবস্থান নেয়া। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার টিকে থাকতে পারেনি এটার প্রমাণ রয়েছে। দেশের জনগণ স্বাধীনতা আন্দোলনে জয়ী হয়েছে, ভাষা আন্দোলনে জয়ী হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে জয়ী হয়েছে। এবারও জনগণ তৈরি হচ্ছে।
এসময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।